ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

গোপালগঞ্জের ৩টি অসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩১ প্রার্থী 

২০২৫ ডিসেম্বর ২৪ ১৯:৪১:২৪
গোপালগঞ্জের ৩টি অসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩১ প্রার্থী 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে আজ বুধবার ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ নিয়ে জেলার ৩টি সংসদীয় আসন থেকে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র ৩১ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে গোপালগঞ্জে কর্মরত গণমাধ্যম কর্মীদের কাছে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

গোপালগঞ্জ -১ (মুকসুদপুর-কাশিয়ানীর একাংশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম, এনসিপির প্রলয় কুমার পাল, এবি পার্টির প্রিন্স আল আমিন, আমজনতা’র কাবির মিয়া, জনতার দলের মো: জাকির হোসেন, স্বতন্ত্র আশরাফুল আলম, এম আনিসুল ইসলাম, মোহাম্মদ সুজাউদ্দিন অপু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

গোপালগঞ্জ- (গোপালগঞ্জ সদর-কাশিয়ানীর একাংশ) বিএনপির ডা. কেএম বাবার, জামায়াতে ইসলামীর এ্যাড. আজমল হোসাইন, গণফোরামের শাহ মফিজ, ইসলামী আন্দোলনের তসলিম সিকদার, বাংলাদেশ খেলাফত মজলিসের শুয়াইব ইব্রাহিম, জাকের পার্টি এ্যাড. মাহমুদ হাসান, স্বতন্ত্র জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এমএইচ খান মঞ্জু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূইয়া লুটুল, উৎপল বিশ্বাস, শিপন ভুইয়া, রনি মোল্লা ও মশিউর মনোনয়নপত্র নিয়েছেন।

গোপালগঞ্জ আসন-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া ) আসনে বিএনপির এসএম জিলানী, জামায়াতে ইসলামীর এমএম রেজাউল করিম, এনসিপির আরিফুল দাড়িয়া, গণঅধিকার পরিষদের আবুল বশার দাড়িয়া, ইসলামী আন্দোলনের মারুফ শেখ, ন্যাশনাল পিপলস পার্টির শেখ সালাউদ্দিন, খিলাফত মজলিসের অলি আহমেদ, স্বতন্ত্র এ্যাড. মোঃ হাবিবুর রহমান দাড়িয়া, হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির মহাসচিব এ্যাড. গোবিন্দ্র চন্দ্র প্রামাননিক ও মো: আনোয়ার হোসেন মনোনয়নপত্র কিনেছেন।
এতে দেখা যাচ্চে গোপালগঞ্জ ২ আসনে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩ জন, গোপালগঞ্জ-৩ আসনে ১০ জন ও গোপালগঞ্জ-১ আসনে ৮ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

(টিবি/এসপি/ডিসেম্বর ২৪, ২০২৫)