ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

শেখ হাসিনার আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামানিক 

২০২৫ ডিসেম্বর ২৪ ১৯:৪৫:২২
শেখ হাসিনার আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামানিক 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসনে গোপালগঞ্জ- ৩ (কোটালীপাড়া -টুঙ্গিপাড়া) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির মহাসচিব এ্যাড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

তিনি আজ বুধবার বিকালের দিকে নেতা কর্মীদের সাথে নিয়ে গোপালগঞ্জ জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে আসেন। পরে তিনি সেখান থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন হিন্দু মহাজোটের গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি বিজন রায়।

বিজয় রায় বলেন, আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব এ্যাড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক গোপালগঞ্জ-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন। এ কারণে আজ বৃধবার বিকেলে তিনি জেলা রির্টানিং মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি ২৮ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল করবেন।

এ সময় হিন্দু মহাজোটের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক চন্দন মন্ডল, প্রচার সম্পাদক (স্বেচ্ছাসেবক) ঝিনুক বিশ্বাস, গোপালগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বীবেক বিশ্বাস, হিন্দু মহাজোটের কর্মী তুষার গাইন সহ সংগঠনের গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হিন্দু মহাজোটের মহাসচিব এ্যাড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ আসনে নির্বাচনে লড়ব। আজ বুধবার নেতা-কর্মীদের সাথে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আগামী ২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব। আমাকে বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী হতে অফার করেছিল। কিন্তু রাজি হইনি। কারণ কোন দলীয় প্লাটফর্মে প্রার্থী হলে, কথা বলা যায় না। এ জন্য স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

(টিবি/এসপি/ডিসেম্বর ২৪, ২০২৫)