প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত
পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
২০২৫ ডিসেম্বর ২৫ ১৬:৪৮:৩৪
ভালোবাসার রোদ্দুর
সকালে সময়টা যেতে চায় না ,
তোমায় চেয়ে চেয়ে তাকিয়ে থাকি -
একমুঠো রূপ তোমায় দেখতে চায়
পৌষের শিশিরবিন্দু...।
বেলুনের ভিতর লুকিয়ে থাকা স্বপ্নগুলো
দূর থেকে বহুদূর...!
কেঁদে কেঁদে বৃক্ষের পাতা নুয়ে -
এখনো পাগলিনী ভুলেনি তোমায়
সময় ক্ষনে এখনো প্রতিক্ষায় রত
শিশিরবিন্দু; পৌষের আঙিনায়।
পাশে থাকা স্পর্শ তোমায় -
ভালোবাসা পেয়েছি যতটুক,
তার-ও বেশি সময় ভালোবাসি এখনো
ছিঁড়ে দ্যাখ না পাওয়া কষ্ট গুলো -
অথৈজল সমুদ্র যদ্দুর ;
পৌষের আঙিনায় ছুঁয়ে দাও যতটুকু পারো
ভালবাসা সেই রোদ্দুর।।
হৃদয় নন্দিত শরৎ
অভিন্ন হৃদে যৌবন ফিরে আসে বারবার
তার নতুনত্ব খোঁজ, যেখানে -
নন্দিত শরৎ কাশফুল, নির্মল বাতাস
শুভ্র মেঘপাখি উড়ে সুনীল আকাশে।
সৌন্দর্যরূপ প্রাত্যহিক সাক্ষাৎ -
ফুলভর্তি উদ্যান সুগন্ধি বিলায়,অতঃপর
আমিও আলোর চোখ খুলে দেখি বিমূর্ত রূপ
সেখানে নন্দিতশরৎ শিল্পসহৃ জলরং
লেপানো তুলির ঠোঁট অঙ্কিত দেয়াল
নিখুঁত রোদ্দুর হাসে প্রকৃতি কোলে
লেখক তাঁর লেখনীয় সৃষ্টি 'কবিতা,
আপন পাঠকের মনঙ্গ হৃদে আপ্লূত মিতা।
