প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে কৃষক দলের আহ্বায়কের মৃত্যু
২০২৫ ডিসেম্বর ২৫ ১৭:৪১:৪৪
রূপক মুখার্জি, নড়াইল : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সাক্ষী হতে ঢাকায় যাওয়ার পথে নড়াইলের লোহাগড়া উপজেলা কৃষকদল আহবায়ক মুন্সী খায়রুজ্জামান আলম মারা গেছেন।
মুন্সী খায়রুজ্জামান আলম (৪৯) লোহাগড়া উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত চেরাগ মুন্সীর ছেলে। তিনি পেশায় একজন দলিল লেখক ছিলেন। পাশাপাশি লোহাগড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মুন্সি খায়রুজ্জামান আলম নড়াইল জেলা বিএনপির গাড়ি বহরের সঙ্গে ঢাকায় যাচ্ছিলেন।
বুধবার রাতে ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকায় নড়াইল-ঢাকা মহাসড়কের চলন্ত বাসে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার চেষ্টা করা হলেও তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। রাতেই মরহুমের মরদেহ নিজ, বাড়ি লোহাগড়ার ভাটপাড়ায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম এক শোক বার্তায় বলেন, ‘মুন্সী খায়রুজ্জামান আলম ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা। তার অকাল মৃত্যুতে নড়াইল জেলা বিএনপি একজন দক্ষ ও নিষ্ঠাবান সংগঠককে হারালো। দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাত্রা করেও তিনি সাক্ষী হতে পারলেন না।’
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে ভাটপাড়ার নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
(আরএম/এসপি/ডিসেম্বর ২৫, ২০২৫)
