ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

৩০০ ফুট থেকে বর্জ্য পরিষ্কার করছে ঢাকা উত্তর বিএনপি

২০২৫ ডিসেম্বর ২৬ ১৩:০৯:০৮
৩০০ ফুট থেকে বর্জ্য পরিষ্কার করছে ঢাকা উত্তর বিএনপি

স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে (৩০০ ফুট) অনুষ্ঠিত জনসমাবেশে সৃষ্ট বর্জ্য অপসারণ শুরু করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীরের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়।

দলের পক্ষ থেকে জানানো হয়, সকাল থেকেই ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফুট মহাসড়ক), এয়ারপোর্ট রোড এবং সংলগ্ন এলাকাজুড়ে জমে থাকা সব ধরনের বর্জ্য পরিষ্কার করা হচ্ছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবক ও দলীয় নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

জনদুর্ভোগ লাঘব এবং নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

এর আগে বৃহস্পতিবার রাতে বিএনপির ফেসবুক পেজ থেকে আজ বর্জ অপসাণের ঘোষণা দেওয়া হয়।

(ওএস/এএস/ডিসেম্বর ২৬, ২০২৫)