প্রচ্ছদ » খেলা » বিস্তারিত
ভারতের জাতীয় শিশু পুরস্কার পেতে যাচ্ছেন সূর্যবংশী
২০২৫ ডিসেম্বর ২৬ ১৩:৫৮:১৬
স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলে একের পর এক রেকর্ড গড়েছিলেন বৈভব সূর্যবংশী। তবে সেই ধারাবাহিকতা থাকা সত্ত্বেও ভিজয় হাজারে ট্রফিতে বিহারের দ্বিতীয় ম্যাচে তাকে পাচ্ছে না দল। শুক্রবার রাঁচিতে যখন বিহার মাঠে নামছে, তখন ১৪ বছর বয়সী এই বিস্ময় বালক থাকছেন দিল্লিতে।
ভারতের সর্বোচ্চ শিশু-কিশোর সম্মান প্রধানমন্ত্রীর জাতীয় শিশু পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন সূর্যবংশী।
এই সম্মাননা গ্রহণ করতেই দিল্লি গেছেন তিনি। শিশু ও কিশোরদের অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ৫ থেকে ১৮ বছর বয়সীদের দেওয়া হয় এই রাষ্ট্রীয় পুরস্কার।
শুক্রবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। সেখানেই সূর্যবংশীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
তার শৈশবের কোচ মানিশ ওঝা জানিয়েছেন, এই সম্মাননা গ্রহণের কারণেই বিহারের দ্বিতীয় ম্যাচে খেলছেন না সূর্যবংশী। অনুষ্ঠানের পরও আপাতত তিনি দলে ফিরছেন না। সামনে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থাকায় ভারতের যুব দলের ক্যাম্পে যোগ দেবেন এই বাঁহাতি ওপেনার।
বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে বুধবার অরুণাচল প্রদেশের বিপক্ষে ১৫ ছক্কায় ৮৪ বলে ১৯০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সূর্যবংশী।
মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করে লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বকনিষ্ঠ শতরানের রেকর্ড গড়েন তিনি। বয়স তখন ১৪ বছর ২৭২ দিন। একই ম্যাচে ৫৯ বলে দেড়শ পূর্ণ করে গড়েন দ্রুততম দেড়শ রানের বিশ্বরেকর্ডও।
রেকর্ড গড়া পারফরম্যান্স যেন এখন তার নিয়মিত সঙ্গী। সব ধরনের ক্রিকেটেই ধারাবাহিকভাবে নজর কাড়ছেন সূর্যবংশী।
গত বছর থেকেই ভারতের বয়সভিত্তিক ক্রিকেটে আলোচনায় আসেন তিনি। চলতি বছরটি তার জন্য রূপকথার মতো কেটেছে। মাত্র ১৩ বছর বয়সে আইপিএলের নিলামে দল পাওয়া এই ব্যাটার গত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হন। সাত ম্যাচে ২৫২ রান করেন ২০০ এর বেশি স্ট্রাইক রেটে।
আইপিএলের পর যুব ক্রিকেটে যেন আরও ভয়ংকর হয়ে ওঠেন তিনি। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরে সেঞ্চুরি করেন। ইংল্যান্ডে যুব ওয়ানডে সিরিজে ১৭৪ স্ট্রাইক রেটে ৩৫৫ রান করেন।
এখন পর্যন্ত ১৫টি যুব ওয়ানডে খেলে তার মোট রান ৭৬৭, গড় ৫১ এর বেশি। স্ট্রাইক রেট প্রায় ১৫৯। কদিন আগে যুব এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৪ ছক্কায় ৯৫ বলে ১৭১ রানের ইনিংসও খেলেন তিনি।
এ মাসের শুরুতে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফিতেও বিহারের হয়ে সেঞ্চুরি করেন সূর্যবংশী। বয়স কম হলেও ভারতীয় ক্রিকেটে তার উত্থান এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
(ওএস/এএস/ডিসেম্বর ২৬, ২০২৫)
