ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

গভীর রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন কোটালীপাড়ার এসিল্যান্ড 

২০২৫ ডিসেম্বর ২৬ ১৭:১৩:০৬
গভীর রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন কোটালীপাড়ার এসিল্যান্ড 

গোপালগঞ্জ প্রতিনিধি :গোপালগঞ্জের কোটালীপাড়ায় গভীর রাতে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছিন্নমূল শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: মাসুম বিল্লাহ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

হাড় কাঁপানো শীতে কোটালীপাড়ার প্রান্তিক জনপদের মানুষের দুর্ভোগ লাঘবে রাতে হঠাৎ বের হন এসিল্যান্ড মো: মাসুম বিল্লাহ। তিনি উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে রাস্তার ধারে থাকা ছিন্নমূল মানুষ, ভ্যান চালক এবং ঘরবন্দি দুস্থদের মাঝে উষ্ণতার পরশ হিসেবে এই শীতবস্ত্র বিতরণ করেন। প্রশাসনের কর্মকর্তার কাছ থেকে অপ্রত্যাশিতভাবে এমন সহায়তা পেয়ে আবেগে আপ্লূত হয়ে পড়েন অনেক অসহায় মানুষ।

এসিল্যান্ড মো: মাসুম বিল্লাহ বলেন, প্রচণ্ড শীতে সাধারণ মানুষ যেন কষ্ট না পায়, সেই চিন্তা থেকেই গভীর রাতে সমাজের সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের খোঁজে বের হই। সমাজের অসহায় মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। সরকারের এই সহায়তা কার্যক্রমের মাধ্যমে আমরা সর্বোচ্চ সংখ্যক শীতার্ত মানুষের কাছে পৌঁছাতে চাই।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শীতের তীব্রতা অব্যাহত থাকলে এবং প্রয়োজন অনুযায়ী এই কম্বল বিতরণ কার্যক্রম আগামী দিনগুলোতেও চলমান থাকবে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই সময়োচিত ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।

(টিবি/এএস/ডিসেম্বর ২৬, ২০২৫)