প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত
দেড় যুগ পর জিয়াউর রহমানের সমাধিতে তারেক রহমান
২০২৫ ডিসেম্বর ২৬ ১৭:২৩:১১
স্টাফ রিপোর্টার : বাবা শহীদ রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের কবর জিয়ারতে সমাধিস্থলে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেড় যুগ পর তিনি বাবার কবর জিয়ারত করতে এলেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর শেরে বাংলানগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানে সমাধি প্রাঙ্গণে তিনি আসেন। জুমার নামাজ শেষে গুলশানের ১৯৬ নম্বর বাসা থেকে তিনি কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেন।
তার সঙ্গে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীসহ দলের শীর্ষস্থানীয় নেতারা। ফুল দিয়ে তারা শ্রদ্ধা জানিয়ে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেবেন।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। এদিন রাজধানীর পূর্বাচলে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে তাকে সংবর্ধনা দেয় বিএনপি।
এরপর তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যান। তারপর তিনি গুলশানের বাসায় ওঠেন।
(ওএস/এএস/ডিসেম্বর ২৬, ২০২৫)
