ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

 ও ভোটাধিকার বার্তায় মুখর নগর

গণভোটের বার্তা নিয়ে সাতক্ষীরায় ‘ভোটের গাড়ি’ 

২০২৫ ডিসেম্বর ২৬ ১৮:১৯:২৯
গণভোটের বার্তা নিয়ে সাতক্ষীরায় ‘ভোটের গাড়ি’ 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর আসন্ন গণভোটকে সামনে রেখে সাতক্ষীরায় শুরু হয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ বা সুপার ক্যারাভান-এর কার্যক্রম। গণতন্ত্র, ভোটাধিকার ও গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ শুক্রবার সকালে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে সুপার ক্যারাভান যাত্রা শুরু করে। এ সময় ‘ভোটের গাড়ি’কে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যায়। শহরের বিভিন্ন সড়কে গণভোট ও ভোটাধিকারের বার্তায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

জেলা তথ্য অফিসার জাহারুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আরেফিন জুয়েল। এছাড়া উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্নব দত্তসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।

জেলা তথ্য অফিস সূত্রে জানা যায়, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ২৬ ও ২৭ ডিসেম্বর সুপার ক্যারাভান সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা পরিদর্শন করবে। ভোটের গাড়ির পাশে স্থাপন করা হয় ‘দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক উন্মুক্ত লেখনী বোর্ড ও জনমত বাক্স। এতে বিশেষ করে তরুণ প্রজন্ম স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজেদের মতামত ও প্রত্যাশা তুলে ধরেন।

অনুষ্ঠানে উদ্বোধনী ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর বক্তব্য প্রচার করা হয়। পরে দেশাত্মবোধক ও সচেতনতামূলক গান পরিবেশনের মাধ্যমে গণভোটের প্রচারণা চালানো হয়। একই সঙ্গে একটি গণস্বাক্ষর কর্মসূচিও পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেন, “আমরা সাতক্ষীরা জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ভোটারদের কাছে গণভোট ও নির্বাচনের গুরুত্ব ও বার্তা পৌঁছে দিতে কাজ করে যাব।”

এই সুপার ক্যারাভান কার্যক্রমের মাধ্যমে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়বে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হবে বলে আশা সংশ্লিষ্টদের।

(আরকে/এসপি/ডিসেম্বর ২৬, ২০২৫)