প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী সহ নিহত ৩, আহত ২
২০২৫ ডিসেম্বর ২৭ ১৩:০৯:৫১
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি :ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় নিহতরা হলেন- ১. নিশান (২৩) পিতা রহমুতুল্লাহ সাং- রাজগঞ্জ থানা- মনিরামপুর পুর জেলা- যশোর, ২. মিজানুর রহমান ওরফে মিজান (৪০) পিতা- বাবর আলী গ্রাম- চালতী বাড়ী থানা- কেশবপুর জেলা- যশোর এবং তাঁর স্ত্রী ৩. রুকাইয়া আক্তার ওরফে নিলা (৩০), স্বামী- মিজানুর রহমান সাং- চালতী বাড়ী, থানা- কেশবপুর, জেলা- যশোর। হতাহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে জানা গেছে।
এ দুর্ঘটনায় আহতরা হলেন- ১. কৃশ্ন রায়, পিতা- বুদ্ধিশ্বর, সাং- ধর্মতলা, যশোর পৌরসভা, জেলা যশোর এবং ও উপরোক্ত নিহত দম্পতির মেয়ে বিউটি, পিতা- বাবর আলী, সাং-চালতী বাড়ী, থানা-কেশবপুর, জেলা-যশোর।
স্থানীয় জনতা ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙ্গা থেকে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আরও দুইজন গুরুতর আহত হন। স্থানীয়দের থেকে খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, ভাঙ্গা থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হতাহতের উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এ দুর্ঘটনার পর সামান্য কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও কিছুক্ষণের মধ্যেই তা স্বাভাবিক করা হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। দুর্ঘটনা কবলিত গাড়ী দু'টি হেপাজতে নেওয়া হয়েছে। এছাড়া, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান স্থানীয় হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।
(আরআর/এএস/ডিসেম্বর ২৭, ২০২৫)
