ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ফরিদপুরে বিশেষ অভিযানে কৃষকলীগ নেতা গ্রেপ্তার

২০২৫ ডিসেম্বর ২৭ ১৩:২৬:২৪
ফরিদপুরে বিশেষ অভিযানে কৃষকলীগ নেতা গ্রেপ্তার

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের সালথায় বিশেষ অভিযান চালিয়ে মো. আব্দুর রহিম মাতুব্বর (৬৬) নামে এক কৃষকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের মিনাজদিয়া এলাকা থেকে ‌‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ আওতায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ নামক বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে কৃষকলীগ নেতা আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া, তাঁকে বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের কাছে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি বাবলুর রহমান খান।

গ্রেপ্তারকৃত রহিম মাতুব্বর উপজেলার মিনাজদিয়া গ্রামের মৃত জয়নুদ্দিন মাতুব্বরের ছেলে। তিনি উপজেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি।

এদিকে, গ্রেপ্তারকৃত আব্দুর রহিম মাতুব্বরের পরিবারের জানান, তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ততা থাকলেও তিনি কখনো কারও ক্ষতি করেননি। এলাকায় দল মত নির্বিশেষে সকলের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে বলেও দাবি করেছেন গ্রেপ্তারকৃত ওই বৃদ্ধের পরিবার।

(আরআর/এএস/ডিসেম্বর ২৭, ২০২৫)