ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কাপ্তাইয়ে জ্যোতিপাল মহাথেরো অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন 

২০২৫ ডিসেম্বর ২৭ ১৮:০৯:৫০
কাপ্তাইয়ে জ্যোতিপাল মহাথেরো অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন 

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাইয়ে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রখ্যাত বৌদ্ধ ধর্মীয় গুরু জ্যোতিপাল মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত দুই দিনব্যাপী আয়োজিত এই মহতী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা এবং হাজারো পুণ্যার্থীর ঢল নামে।

অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল পবিত্র চীবর দান। আসন্ন ২৯৯ নং আসনে সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী দীপেন দেওয়ানের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রয়াত মহাথেরো স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন, কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথোয়াইমং মারমা।
এসময় তিনি এমপি প্রার্থীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ভিক্ষু সংঘের হাতে পবিত্র চীবর তুলে দেন।

শ্রদ্ধা জ্ঞাপনকালে উথোয়াইমং মারমা বলেন, জ্যোতিপাল মহাথেরো ছিলেন, শান্তি ও মানবতার প্রতীক। তার প্রয়াণ পার্বত্য অঞ্চলের বৌদ্ধ সমাজ তথা পুরো দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।

দুই দিনব্যাপী অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল সমবেত দায়ক-দায়িকাদের পঞ্চশীল প্রার্থনা, সইং নৃত্য, ভিক্ষু সংঘকে অন্ন ও ধর্মীয় সামগ্রীসহ সংঘদান এবং জ্যোতিপাল মহাথেরোর কর্মময় জীবনের ওপর প্রাজ্ঞ ভিক্ষু মণ্ডলীর ধর্মদেশনা ও আলোচনা। সবশেষে ধর্মীয় রীতি অনুযায়ী কফিনে পুষ্পস্তবক অর্পণ ও দাহকার্য সম্পাদনের মাধ্যমে তাকে শেষ বিদায় জানানো হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাইখালী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক আচেমং মারমা, পূজা ফ্রন্ট সাধারণ সম্পাদক লোটাস ভট্টাচার্য, উপজেলা জাসাস-এর সিনিয়র সহ-সভাপতি সাথোয়াই মারমা, সহ সভাপতি সানুচিং মারমা, রাইখালী ইউনিয়ন কৃষক দলের সভাপতি সূর্য মারমা, মো. সাবের, হ্লাপাইং মারমা, রুবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রিয় ধর্মগুরুকে শেষ বিদায় জানাতে রাঙ্গামাটি বিভিন্ন উপজেলা ছাড়াও বান্দরবান ও খাগড়াছড়ি থেকে হাজারো ভক্তের সমাগম ঘটে।

অনুষ্ঠানকে কেন্দ্র করে বিহার প্রাঙ্গণে একদিকে যেমন উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়, অন্যদিকে বিরাজ করছিল শোকাতুর আবহ।

বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, জ্যোতিপাল মহাথেরো আজীবন মৈত্রী ও অহিংসার বাণী প্রচার করে গেছেন। তার দেখানো আদর্শ ও পথ অনুসরণ করাই হবে তার প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন।

(আরএম/এসপি/ডিসেম্বর ২৭, ২০২৫)