প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
টাঙ্গাইলে দুই বাসের মুখোমুখি সংর্ঘষে আহত ২২
২০২৫ ডিসেম্বর ২৭ ১৮:১২:২৯
টাঙ্গাইল প্রতিনিধি : ঘন কুয়াশায় কারণে টাঙ্গাইলের ঘাটাইলে দুই বাসের মুখোমুখি সংর্ঘষে ২২ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার গুনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।
পুলিশ জানায়, ঘন কুয়াশার মধ্যেই ময়মনসিংহ থেকে ছেড়ে আসা প্রান্তিক পরিবহনের একটি যাত্রাবাহী বাস টাঙ্গাইলের দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা বিনিময় পরিবহনের একটি বাস উপজেলার গুনগ্রাম এলাকায় পৌঁছালে প্রান্তিক পরিবহনের বাসের সাথে মুখোমুখী সংর্ঘষ হয়। এসময় দুই বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে দুই বাসের কমপক্ষে ২২ জন আহত হয়।
এ ব্যাপারে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকছেদুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে। আহত ২২ জনের মধ্যে ১০ জনকে প্রার্থমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। গুরুত্বর আহত ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল, ময়মনসিংহ ও ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
(এসএম/এসপি/ডিসেম্বর ২৭, ২০২৫)
