ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

নড়াইলে ৪ দলীয় চৌধুরী কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন 

২০২৫ ডিসেম্বর ২৭ ১৯:২২:৫২
নড়াইলে ৪ দলীয় চৌধুরী কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন 

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় চার দলীয় চৌধুরী কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

আজ শনিবার বিকালে লোহাগড়া শহরের ঐতিহ্যবাহী মোল্যার মাঠে লক্ষ্মীপাশা যুব সমাজের আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ঝিনাইদহ জেলার বাকরী সেঞ্চুরী ফুটবল একাডেমি বনাম নড়াইলের এগিয়ে চলো ফুটবল একাদশ। খেলায় বাকরী সেঞ্চুরী ফুটবল একাডেমি ২-০ গোলে নড়াইলের এগিয়ে চলো ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

পরে বিজয়ীদের মধ্যে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক চৌধুরী আনিসুল ইসলাম সনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাহাবুব রহমান, ইকরামুল হক মিন্টু, মিজানুর রহমান সবুজসহ অন্যান্যরা।

প্রায় দশ হাজার ফুটবল প্রেমী দর্শক ফাইনাল খেলাটি উপভোগ করেন।

(আরএম/এসপি/ডিসেম্বর ২৭, ২০২৫)