ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

মাগুরার নহাটায় নবমতি সাহিত্য পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০২৫ ডিসেম্বর ২৭ ১৯:৩৮:৫০
মাগুরার নহাটায় নবমতি সাহিত্য পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : পৌষের সোনালি রোদ, শীতের নির্মল হাওয়া আর গ্রামীণ আনন্দ-উচ্ছ্বাসের আবহে মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইছামতি বিল এলাকায় উৎসবমুখর পরিবেশে পালিত হলো ‘নবমতি সাহিত্য পরিষদ-এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী।

এ উপলক্ষে শুক্রবার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়, শীতকালীন পিঠা উৎসব ও বর্ণাঢ্য বর্ষপূর্তি র‌্যালি-যা পরিণত হয় এলাকার মানুষের এক মিলন মেলায়।

ইছামতি বিলের মহিষখোলা প্রাঙ্গণে দুপুর থেকে আয়োজিত এ উৎসবের মূল কেন্দ্রবিন্দু ছিল গ্রামবাংলার হারিয়ে যাওয়া পিঠা সংস্কৃতি ও লোক ঐতিহ্যের পুনরুজ্জীবন।

জানা যায়, আধুনিকতার ঢেউয়ে হারাতে বসা গ্রামীণ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তোলা এবং লোকজ ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষাই ছিল এ উৎসবের প্রধান লক্ষ্য। পাশাপাশি পরিবেশ সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে নেয়া হয় পাখি রক্ষায় জনসচেতনতা তৈরির উদ্যোগও।

দুপুর থেকে নানা ধরনের দেশীয় ও ঐতিহ্যবাহী পিঠার স্টলে ভিড় জমতে থাকে আগত মানুষদের। নারী-পুরুষ, শিশু-কিশোর থেকে প্রবীণ-সব বয়সী মানুষের সরব অংশগ্রহণে উৎসব প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।বিলের বিস্তীর্ণ প্রান্ত ঘিরে এক কিলোমিটার জুড়ে উৎসুক জনতার উপস্থিতি যেন তৈরি করে আনন্দ-উৎসবের এক বর্ণিল চিত্র।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের সিনিয়র অফিসার মো.শাহজাহান মিয়া, মো. হাবিবুল্লাহ, প্রভাষক ইলিয়াস হোসেন, শিক্ষক আব্দুস সালাম ও প্রধান শিক্ষক মো.মশিউর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিরা।

নবমতি সাহিত্য পরিষদের সদস্যরা জানান, কেবল বিনোদনের আয়োজন নয়, বরং এ উৎসব লোকজ সংস্কৃতির পরিচর্যা ও সামাজিক বন্ধন দৃঢ় করার একটি উদ্যোগ। পিঠার স্বাদ, বিলের হাওয়ার গন্ধ আর মিলিত আনন্দ যেন একসঙ্গে বয়ে আনে গ্রামবাংলার চিরচেনা হৃদয়ের স্পন্দন।

(বিএস/এসপি/ডিসেম্বর ২৭, ২০২৫)