ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ফসলি জমি থেকে মাটি উত্তোলন, দুই লক্ষ টাকা জরিমানা 

২০২৫ ডিসেম্বর ২৭ ২০:১১:৩২
ফসলি জমি থেকে মাটি উত্তোলন, দুই লক্ষ টাকা জরিমানা 

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রির দায়ে তিন জন কে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার দুপুরের দিকে উপজেলার বালিয়াকান্দি ইউনিয়নের আমতলা এলাকায় এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন।

দণ্ডপ্রাপ্তরা হলেন,আমতলা এলাকায় মো: মোসলেম বিশ্বাসের ছেলে মো: তৈহিদ বিশ্বাস, মৃত মো: শুকুর মোল্লার ছেলে মো: হাসান মোল্লা (৩২) ও মো: সাদেক শেখের ছেলে মো: রাশেদুল শেখ।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন জানান, অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে জমি নষ্ট করা হচ্ছিল। তাই ৩ জনকে আটক করে তাদের দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া ভেকু মেশিন জব্দ করা হয়।

(একে/এসপি/ডিসেম্বর ২৭, ২০২৫)