ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত

দেশে ফিরে আজ প্রথমবারের মতো কার্যালয়ে যাবেন তারেক রহমান

২০২৫ ডিসেম্বর ২৮ ১৩:০৩:১৪
দেশে ফিরে আজ প্রথমবারের মতো কার্যালয়ে যাবেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার : দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর প্রথমবারের মতো বিএনপির গুলশান কার্যালয়ে যাচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি কার্যালয়ে যাবেন বলে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে।

গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। স্বদেশ প্রত্যাবর্তনের পর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এবারই প্রথম তিনি সরাসরি দলের কেন্দ্রীয় কার্যালয়ের কার্যক্রমে অংশ নিতে যাচ্ছেন।

বিএনপি নেতারা মনে করছেন, তারেক রহমানের এই সফর দলীয় সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে। কার্যালয়ে তার উপস্থিতিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে।

(ওএস/এএস/ডিসেম্বর ২৮, ২০২৫)