ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

‘সংখ্যালঘু বলে দেশে কিছু নেই, আমরা সবাই দেশের নাগরিক’

২০২৫ ডিসেম্বর ২৮ ১৩:১৮:২৮
‘সংখ্যালঘু বলে দেশে কিছু নেই, আমরা সবাই দেশের নাগরিক’

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ -১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম হিন্দু সম্প্রদায়ের সব সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন, হিন্দু সম্প্রদায়ের পাশে বিএনপি সবসময় রয়েছে এবং আমি মনে করি, সংখ্যালঘু বলে দেশে কিছু নেই, আমরা সবাই দেশের নাগরিক।

সেলিমুজ্জামান আরও বলেন, “আমরা সবাই এই দেশে একসঙ্গে শান্তিতে বাস করতে চাই। বিএনপি সব ধর্মের মানুষের অধিকার রক্ষায় বিশ্বাসী।” কে হিন্দু, কে মুসলিম সেটা বড় বিষয় নয়, আমরা সবাই বাংলাদেশী। আমি আপনাদের পরিবারের একজন সদস্য। তাই আপনাদের পাশে আমি আছি। আপনাদের যে কোনো যৌক্তিক দাবি পূরণ করা আমার দায়িত্ব।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের মহাটালী গ্রামে মতুয়া ভক্তবৃন্দের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় মহোৎসব ও প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উজানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দীনেশ মন্ডলের সভাপতিত্বে ও মতুয়া শ্রী রানা ঠাকুরের সঞ্চালনায় মঙ্গলদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরি-গুরুচাদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মহা-মতুয়াচার্য শ্রী সুপতি ঠাকুর শিবু।

মতুয়া সম্প্রদায়ের বক্তারা , সনাতন ধর্মাবলম্বীদের (হিন্দু) বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা বলেন, “হিন্দু সম্প্রদায়ের লোকেরা কথা দিলে কথা রাখে। আমরা সবাই ধানের শীষে ভোট দেব। এ অনুষ্ঠানে এক হাজারেরও বেশি হিন্দু সম্প্রদায়ের মানুষ ধানের শীষে ভোট দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন । বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের তাদের পাশে থাকার অঙ্গীকার করেন।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লেখক ও কলামিস্ট সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা। এছাড়া মুকসুদপুর জেলা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাসহ মতুয়া নেততৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(টিবি/এএস/ডিসেম্বর ২৮, ২০২৫)