প্রচ্ছদ » খেলা » বিস্তারিত
মালিকানা সংকট, বিদেশি ঝামেলা পেরিয়ে নতুন অধ্যায়ে চট্টগ্রাম
২০২৫ ডিসেম্বর ২৮ ১৩:৪৫:০১
স্পোর্টস ডেস্ক : বিপিএলের দ্বাদশ আসর শুরুর আগেই নানা নাটকীয়তার কেন্দ্রে ছিল চট্টগ্রাম রয়্যালস। আর্থিক জটিলতায় ফ্র্যাঞ্চাইজির মালিকানা ছাড়ার পর শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে টুর্নামেন্টে অংশ নেয় দলটি। সেই অনিশ্চয়তার মধ্যেই শুক্রবার (২৬ ডিসেম্বর) নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ৬৫ রানের বড় জয় দিয়ে বিপিএল শুরু করেছে চট্টগ্রাম।
বিদেশি খেলোয়াড় সংকট থাকায় প্রথম ম্যাচে শেখ মাহেদীর দলে ছিলেন মাত্র দুইজন বিদেশি ক্রিকেটার। তবে পরের ম্যাচগুলোতে পূর্ণ চার বিদেশি নিয়ে মাঠে নামার আশাবাদী দলটি। ব্যাটে-বলে সামনে থেকে নেতৃত্ব দিয়ে চট্টগ্রামের জয়ে বড় ভূমিকা রেখেছেন অধিনায়ক মাহেদী। বিপিএলের মতো বড় মঞ্চে প্রথমবার অধিনায়কত্ব করতে পেরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তিনি।
ম্যাচ শেষে মেহেদী বলেন, ‘জয় সবসময়ই আনন্দের। অধিনায়ক হিসেবে এটা আমার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। এত বড় লেভেলে আগে কখনো দল পরিচালনা করিনি। প্রথম ম্যাচ বলে একটু রোমাঞ্চও কাজ করছিল, তবে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, ভালোভাবেই শুরু করতে পেরেছি।’
সিলেটে চলমান শীতের প্রভাব ম্যাচেও পড়েছিল। কুয়াশা ও শিশিরের কারণে রাতের খেলায় বল ধরতে কিছুটা চ্যালেঞ্জ ছিল বলে জানান মেহেদী। তার মতে, এমন কন্ডিশনে টস জিতে আগে ব্যাটিং নেওয়াটা ছিল সঠিক সিদ্ধান্ত।
তিনি বলেন, ব্যাটিং লাইনআপ খুব বড় না হলেও বোলিং ইউনিট শক্তিশালী ছিল, আর টসের সুবিধাটা তারা ভালোভাবে কাজে লাগাতে পেরেছে।
বিপিএল শুরুর আগে চট্টগ্রামের তিন বিদেশি ক্রিকেটার নাম প্রত্যাহার করে নেওয়ায় দলটি শুরুতে ধাক্কা খেয়েছিল। অধিনায়ক আশা করছেন, দ্রুতই সেই সংকট কাটবে।
মাহেদী বএন, ‘চারজন বিদেশি খেলতে পারলে দলের ভারসাম্য আরও ভালো হবে। যদিও বিষয়টি পুরোপুরি দলটির নিয়ন্ত্রণে নেই, সিদ্ধান্ত নির্ভর করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর।’
মালিকানা ও কোচিং স্টাফে পরিবর্তনের পর দলের মানসিক অবস্থাও আগের চেয়ে অনেক উন্নত বলে মনে করেন শেখ মেহেদী।
তিনি জানান, পেশাদারিত্ব সংক্রান্ত যে জটিলতা ছিল, তা কাটার পর ক্রিকেটাররা অনেকটাই চাপমুক্ত হয়েছেন। নতুন কোচিং স্টাফ ও অফিসিয়ালদের সহযোগিতায় দল এখন আরও স্বাধীনভাবে খেলতে পারছে যার প্রতিফলন মিলেছে প্রথম ম্যাচের ফলাফলে।
(ওএস/এএস/ডিসেম্বর ২৮, ২০২৫)
