প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
নির্বাচনি দায়িত্ব পালন
ফরিদপুরে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
২০২৫ ডিসেম্বর ২৮ ১৮:২১:৪২
দিলীপ চন্দ, ফরিদপুর : নির্বাচনি দায়িত্ব সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে ফরিদপুরে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার ফরিদপুর পুলিশ লাইনসের শহীদ ছালাম সভা কক্ষে “থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪র্থ পর্যায়ের ২০তম ব্যাচের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন কোর্সের ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শামছুল আজম।
এই ব্যাচে ফরিদপুর জেলার বিভিন্ন থানা ও ইউনিট থেকে আগত মোট ৫০ জন পুলিশ সদস্য প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে নির্বাচনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা বজায় রাখা, জনগণের আস্থা অর্জন, মানবিক দৃষ্টিভঙ্গিতে আইন প্রয়োগ এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হবে।
অনুষ্ঠানে ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা নির্বাচনি দায়িত্ব পালনে আরও দক্ষ ও আত্মবিশ্বাসী হয়ে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
(ডিসি/এসপি/ডিসেম্বর ২৮, ২০২৫)
