প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ডেভিল হান্ট অভিযান
কলিমহর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জিয়াদসহ গ্রেফতার ৩
২০২৫ ডিসেম্বর ২৮ ১৮:৫৯:৪৬
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের বিশেষ অভিযান ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্র লীগের কলিমহর ইউনিয়নের সভাপতি জিয়াদসহ ৩ জন গ্রেফতার করে আজ রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ শেখ মাঈনুল ইসলাম জানান, পাংশা থানার মামলা নং-৫, তারিখ- ০৮ সেপ্টেম্বর, ২০২৫; জি আর নং-১৯৬, ধারা- 15(1)/15(3) The Special Powers Act, 1974; মামলার আসামি কলিমহর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মাশালিয়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে
মোঃ জিয়াদ (৩২)।
এছাড়াও গ্রেফতারী পরোয়ানা থাকায় যশাই ইউনিয়নে মেঘনা গ্রামের মঙ্গল প্রামাণিকের ছেলে উকিল প্রামানিক ও ১৫১ ধারায় হাবাসপুর চরপারা গ্রামের বারেক সরদারের ছেলে মিজান সরদারকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।
(একে/এসপি/ডিসেম্বর ২৮, ২০২৫)
