ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

মাদারীপুরে নাবিকের প্রশিক্ষণ পেলেন ১৫৭ তরুণ

২০২৫ ডিসেম্বর ২৮ ১৯:০৭:৫৫
মাদারীপুরে নাবিকের প্রশিক্ষণ পেলেন ১৫৭ তরুণ

মাদারীপুর প্রতিনিধি : দেশি-বিদেশি জাহাজে কাজের সুযোগ করে দিতে নায়ারনগঞ্জ, বরিশাল ও মাদারীপুরের শিপ পার্সোনেল ট্রের্নিং ইনস্টিটিউট প্রতিষ্ঠান থেকে ১৫৭ জন তরুণকে দেয়া হয়েছে মেরিন প্রশিক্ষণ।

আজ রবিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার নয়াচর এলাকার এসপিটিআই-এর কার্যালয়ে নাবিকদের সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সনদ দেয়া হয়।

এসময় বিআইডব্লিটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা প্রধান অতিথির বক্তব্যে বলেন, আন্তর্জাতিক মানের এমন দক্ষ নাবিক তৈরি করা হলে দেশের সুনাম বিদেশের মাটিতে দ্রুত ছড়িয়ে পড়বে।

এক বছরের নাবিকের এই প্রশিক্ষণে শিক্ষার্থীদের ভর্তি, প্রশিক্ষণ, আবাসিক ও খাবারের ব্যবস্থা করে আসছে নৌপরিবহণ মন্ত্রণালয়।

চট্টগ্রাম থেকে আসা মো. হান্নান নামে এক প্রশিক্ষনার্থী বলেন, অনেকদিনের স্বপ্ন ছিল। এখান থেকে প্রশিক্ষণ নিবো। সেই প্রশিক্ষণ শেষ হয়েছে। এতে করে দেশের জন্য কাজ করার সুযোগ পেলাম।

মাদারীপুরের এসপিটিআই’র ক্যাপ্টেন মোহাম্মদ মহিউদ্দিন বলেন, বরিশাল, নারায়নগঞ্জ ও মাদারীপুর থেকে এখন পর্যন্ত ৪৩ হাজারের বেশি প্রশিক্ষনার্থী প্রশিক্ষণ নিয়েছেন। নতুনদের উদ্বুদ্ধ করতে কাজ করছে প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

বরিশালের ডিপিটিআই’র অধ্যক্ষ ক্যাপ্টেন জিএএম আলী রেজা বলেন, দেশে ২১ হাজার সরকারি নিবন্ধিন জাহাজ রয়েছে। যেখানে কর্মী প্রয়োজন ২ লাখ ১০ হাজার। বেকারত্ব দূর করতে বড় অবদান রাখবে এই প্রশিক্ষণ।

(এএসএ/এসপি/ডিসেম্বর ২৮, ২০২৫)