ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সিডিসি ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মওলা সভাপতি, সাম্য সম্পাদক 

২০২৫ ডিসেম্বর ২৮ ১৯:৪২:০৭
সিডিসি ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মওলা সভাপতি, সাম্য সম্পাদক 

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের প্রাচীনতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী 'করোনেশন ড্রামাটিক ক্লাব' ( সিডিসি) ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২৭ এ বিনা প্রতিদ্বন্দীতায় কাজী জাকেরুল মওলা সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাম্য রহমান।

আজ রবিবার রাতে করোনেশন ড্রামাটিক ক্লাব (সিডিসি) ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সহ সভাপতি হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করেন আনিছুর রহমান রঞ্জু,আমিনূল হক লাল, দেবাশীষ দেব ও মোঃ ফজলুর হক বীর প্রতিক।

এতে সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আনিছুর রহমান রঞ্জু ও ফজলুর হক বীর প্রতিক।
মোঃ আকতার হোসেন খান ও সোহানী মোঃ আওরঙ্গজেব চৌধুরী পলাশ যুগ্ম সম্পাদক, শাহ্ মেহেদী মাসুদ সুমন নাট্য সম্পাদক ও ড. পিনাকী দে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও নির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, আতাউর রহমান খান, আবুল কালাম আজাদ বীর বিক্রম, দিলীপ কুমার চন্দ (বাসু), মহব্বত হোসেন খান, খন্দকার রফিক আজাদ, রতন কুমার দত্ত, ডা. হরি মহন সরকার, প্রদীপ কুমার গুণ ঝন্টু, মোঃ মেজবাহ উদ্দিন, সুবীর কুমার দে, এম এ আল হোসাইন ও আজগর আহমেদ খান সেলিম।

করোনেশন ড্রামাটিক ক্লাব ( সিডিসি) ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার শাহ্ নূর ইসলাম খান, এ্যাড. মোঃ আব্দুর রশিদ ও তুলসী দাস সরকার।

(এসএম/এসপি/ডিসেম্বর ২৮, ২০২৫)