ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

রাজৈরে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষণের নির্দেশ

২০২৫ ডিসেম্বর ২৮ ১৯:৪৫:২৪
রাজৈরে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষণের নির্দেশ

বিপুল কুমার দাস, রাজৈর : ‘আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো দেখার জন্য আসছিলাম, সেইসঙ্গে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো কি অবস্থায় আছে দেখে গেলাম রাজৈরের মধ্যে তিনটা ও মাদারীপুরে এইগুলোর যেন সংরক্ষণটা ঠিকভাবে হয়। এছাড়াও অন্যান যে সরকারের যেসকল কার্যক্রমগুলো আছে সেগুলো দেখে গেলাম। আমাদের ইনশাআল্লাহ প্রশাসন এখানে একটিভ আছে। ডিসি সাহেব এসেছেন, আমাদের এলজিআরডি সেক্রেটারি সাহেবও নির্দেশনা দিয়েছেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। আমাদের প্রস্তাব যদি স্থানীয় জনসাধারণ সহযোগিতা করে ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে।’

সাংবাদিকদের সাথে আলাপকালে উপদেষ্টা বলেছেন, শিল্প মন্ত্রনালয়, গৃহায়ন, গনপূর্ত এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

আজ রবিবার দুপুরে মাদারীপুরের রাজৈরের খালিয়া রাজারাম মন্দির পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন।

এসময় উপস্থিত ছিলেন এলজিআরডি সচিব মাকসুদুল আলম, জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ফাতেমা আজরিন তন্বী, ইউএনও মো মাহফুজুল হকসহ প্রমূখ।

পরে উপদেষ্টা পার্শবর্তী খালিয়া ইউনিয়ন পরিষদের ভূমি অফিস ও কদমবাড়ি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন ও স্থাপনাগুলো সংরক্ষণের নির্দেশ প্রদান করেন।

(বিডি/এসপি/ডিসেম্বর ২৮, ২০২৫)