ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

দিনাজপুর সদর

খালেদা জিয়ার আসনে বিএনপির নেতা জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র সংগ্রহ 

২০২৫ ডিসেম্বর ২৮ ১৯:৪৮:৩৫
খালেদা জিয়ার আসনে বিএনপির নেতা জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র সংগ্রহ 

শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দলীয় প্রার্থী ঘোষণা করা হলেও এ আসনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।

আজ রবিবার দুপুরে বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং দিনাজপুর পৌরসভার সাবেক তিনবারের মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকীর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।

এ সময় জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক মামুনুর রশিদ, সাবেক পৌর কাউন্সিলর রেহাতুল ইসলাম, মতিবুর রহমান বিপ্লবসহ দলের অন্যান্যনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপি থেকে এই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

গত বুধবার এ আসন থেকে বিএনপির নেতা-কর্মীরা খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। ওই দিন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। সে সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মাহবুব আহমেদ, আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, দফতর সম্পাদক আখতারুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আজ রবিবার খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমাও দিয়েছেন দলীয় নেতা-কর্মীরা। একই আসনে আজ মনোনয়নপত্র সংগ্রহ করলেন সৈয়দ জাহাঙ্গীর আলম। এ বিষয়ে তিনি বলেন, ‘দলের উচ্চ পর্যায় থেকে দিনাজপুর-৩ আসনে আমাকে মনোনয়ন ফরম উত্তোলনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে তার ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন। তারই অংশ হিসেবে আজ মনোনয়ন ফরম উত্তোলন করেছি।

তিনি আরও বলেন, একটি পৌরসভা ও দশটি ইউনিয়ন নিয়ে দিনাজপুর-৩ আসন। আমরা চাই অতীতকে ভুলে গিয়ে আগামী দিনে দিনাজপুর-৩ আসনে উন্নয়নমূলক কাজ করতে। এজন্য আপনাদের বন্ধু হিসেবে, ভাই হিসেবে পাশে চাই। অতীতের ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে ঐক্যবদ্ধ থেকে পথচলার আহ্বা জানাই।

দলীয় সূত্র জানায়, সৈয়দ জাহাঙ্গীর আলম ইতিপূর্বে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক পদসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ২০১১ সালে তিনি প্রথমবারের মতো দিনাজপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন। এরপর টানা আরও দুবার নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে দলীয় মনোনীত প্রার্থী হয়েছিলেন সৈয়দ জাহাঙ্গীর আলম। পরে মেয়র পদে থেকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন আদালতের এমন আদেশে তার প্রার্থিতা বাতিল হয়ে যায়।

দলীয় সূত্রে জানা যায়, দিনাজপুর-৩ আসন থেকে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন খালেদা জিয়া। এর আগে ১৯৯৬ ও ২০০১ সালে সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে জয় পেয়েছিলেন খালেদা জিয়ার বোন প্রয়াত খুরশিদ জাহান হক।
এর আগে গতকাল শনিবার বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) অর্থাৎ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোরশেদ মিল্টন। গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে স্থানীয় নেতাকর্মীরা মোরশেদ মিল্টনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সহসভাপতি আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুলফিকার নাঈম, গাবতলী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামসহ অন্যান্য নেতা-কর্মীরা।

(এসএস/এসপি/ডিসেম্বর ২৮, ২০২৫)