ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

নড়াইলে কৃষকদল নেতার কবর জিয়ারত করলেন ধানের শীষ প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদ 

২০২৫ ডিসেম্বর ২৮ ১৯:৫১:২১
নড়াইলে কৃষকদল নেতার কবর জিয়ারত করলেন ধানের শীষ প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদ 

রূপক মুখার্জি, নড়াইল : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় যাওয়ার পথে চলন্ত বাসে হৃদরোগে আক্রান্ত হয়ে অকাল প্রয়াত লোহাগড়া কৃষক দলের আহবায়ক মো: খায়রুজ্জামান আলম মুন্সীর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করলেন নড়াইল- ২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ। এ সময় বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

আজ রবিবার বিকালে নড়াইল-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাড ফরিদুজ্জামান ফরহাদ দলীয় নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের ভাটপাড়ায় অকাল প্রয়াত কৃষক দলের আহবায়ক খায়রুজ্জামান আলম মুন্সীর বাড়িতে পৌঁছে প্রয়াত আলম মুন্সীর স্ত্রী মিতু বেগমের সাথে কথা বলেন। এ সময় প্রয়াত আলম মুন্সীর দুই পুত্র আলিফ মুন্সী, খালিদ হাসান অলিদ মুন্সী
এবং এক কন্যা সন্তান আরিফা জামান মরিয়মের সাথে কথা বলেন।

এ সময় বিএনপির দলীয় প্রার্থী এ্যাড. ফরিদুজ্জামান ফরহাদ অকাল প্রয়াত খায়রুজ্জামান আলম মুন্সীর তিন সন্তানের পড়ালেখার দায়িত্ব নেন এবং লেখাপড়া শেষে তাদের সরকারি চাকুরী প্রাপ্তিতে সম্ভাব্য সকল সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন। পরে নেতৃবৃন্দ খায়রুজ্জামান আলম মুন্সীর কবর জিয়ারত ও দোয়া করেন। নড়াইল সদর উপজেলা কৃষক দলের সহ সভাপতি মো: হেকমত আলী দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুসা মোল্যা, কাজী শওকত আলী, আনোয়ার হোসেন, জিয়াউর রহমান লোটাস, সৈয়দ গোলাম কিবরিয়া, তরিকুল ইসলামসহ প্রমূখ।

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা সভায় যোগদানের উদ্দেশ্যে গত ২৪ ডিসেম্বর রাতে লোহাগড়া থেকে বাসযোগে রাজধানী ঢাকা যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় পৌঁছালে খায়রুজ্জামান আলম হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। এ সময় দলীয় নেতা-কর্মীরা তাকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করলেও তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। রাতেই তার লাশ গ্রামের বাড়ি ভাটপাড়ায় আনা হয় এবং পরের দিন ২৫ ডিসেম্বর দুপুরে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

(আরএম/এসপি/ডিসেম্বর ২৮, ২০২৫)