প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়েছে শতাধিক ঘরবাড়ি
২০২৫ ডিসেম্বর ২৯ ১৩:৫৮:৪৯
স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রবিবার রাত ১০টার পর লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ক্যাম্পের ঘরবাড়ির পাশাপাশি আশপাশের কয়েকটি স্থানীয় ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে লেদা ২৪ নম্বর ক্যাম্পের হেড মাঝি আমিনুল্লাহ জানান, রাত ১০টার পর হঠাৎ করে এফ ব্লকে আগুন লাগে। এতে প্রায় শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে প্রশাসনের বিভিন্ন সংস্থার সদস্যরা কাজ করছেন।
লেদা রোহিঙ্গা ক্যাম্প ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ক্যাম্পে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। আমাদের সঙ্গে ফায়ার সার্ভিসের ইউনিটও কাজ করছে। আনুমানিক ১০০টির বেশি ঘরবাড়ি পুড়ে গেছে।
তিনি আরও জানান, ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও লেদা রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে কাজ করেছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়েছে।
এদিকে সোমবার (২৯ ডিসেম্বর) সকালে হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেন।
(ওএস/এএস/ডিসেম্বর ২৯, ২০২৫)
