প্রচ্ছদ » খেলা » বিস্তারিত
১ হাজার গোল না করে থামবেন না, জানিয়ে দিলেন রোনালদো
২০২৫ ডিসেম্বর ২৯ ১৪:০১:৩৫
স্পোর্টস ডেস্ক : হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে ক্রিস্টিয়ানো রোনালদোর দৌড় থামার কোনো লক্ষণ নেই। বয়স, লিগ কিংবা জায়গা বদল তাকে থামাতে পারছে না। বরং প্রতিটি গোলের সঙ্গে সঙ্গে আরও দৃঢ় হচ্ছে তার আত্মবিশ্বাস। ফুটবল বিশ্বজুড়ে ভক্ত থেকে শুরু করে সাধারণ দর্শক সবাই হিসাব মিলিয়ে দেখছেন, আর কত দূরে সেই হাজার গোলের স্বপ্ন।
গত শনিবার সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে জোড়া গোল করেন রোনালদো। তাতে তার ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৫৬-তে। হাজার গোলের কথা প্রথম প্রকাশ্যে বলার সময় অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন। তবে ৪০ পেরিয়েও যে ধারাবাহিকতা তিনি ধরে রেখেছেন, তাতে সেই সন্দেহ অনেকটাই কেটে গেছে।
চলতি মৌসুমে সৌদি প্রো লিগে এখন পর্যন্ত ১২ গোল করেছেন রোনালদো। সতীর্থ জোয়াও ফেলিক্সের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন তিনি। সব কিছু ঠিক থাকলে আগামী বছর ৪১ বছর বয়সেও পর্তুগালের নেতৃত্ব দিতে দেখা যেতে পারে তাকে বিশ্বকাপে।
এই বয়সে নিজেকে ধরে রাখা সহজ নয়। কিন্তু রোনালদোর প্রেরণা এখনও অটুট। দুবাইয়ে রোববার গ্লোব সকার অ্যাওয়ার্ডে টানা দ্বিতীয়বার ‘বেস্ট মিডল ইস্ট প্লেয়ার’ পুরস্কার জয়ের পর তিনি আবারও জানিয়ে দিলেন নিজের লক্ষ্য।
সিআরসেভেন বলেন, ‘খেলা চালিয়ে যাওয়া কঠিন, তবে আমি উজ্জীবিত। আমার তাড়না এখনও তীব্র এবং খেলা চালিয়ে যেতে চাই। মধ্য প্রাচ্যে খেলছি নাকি ইউরোপে বা কোথায়, এটা কোনো ব্যাপার নয়। আমি সবসময় ফুটবল খেলতে উপভোগ করি এবং সামনে ছুটতে চাই।’
হাজার গোলের লক্ষ্য নিয়ে নিজের আত্মবিশ্বাসের কথাও স্পষ্ট করে বলেন এই পর্তুগিজ মহাতারকা, ‘আপনারা জানেন আমার লক্ষ্য কোনটি। আমি ট্রফি জিততে চাই এবং সেই সংখ্যাটিতে (১ হাজার গোল) পৌঁছেতে চাই, যেটির কথা আপনারা সবাই জানেন। সেই মাইলফলকে আমি নিশ্চিতভাবেই পৌঁছব, যদি চোট-টোট না হয়।’
পুরস্কার জয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে একই প্রত্যয়ের কথা জানান রোনালদো, ‘স্পেশাল একটি মুহূর্ত দিয়ে শেষ হচ্ছে বছর। লক্ষ্য অর্জনে একই তাড়না, নিবেদন ও ক্ষুধা নিয়ে এগিয়ে যাব। এ বছর যারা আমার পাশে ছিলেন, সবাইকে ধন্যবাদ।’
(ওএস/এএস/ডিসেম্বর ২৯, ২০২৫)
