প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সুবর্ণচরে সড়ক সংস্কারের নামে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ
২০২৫ ডিসেম্বর ২৯ ১৮:১৭:৩৮
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল হালিমের বিরুদ্ধে পূর্ব শত্রুতার জের ধরে গাছপালা, বাড়ির পাড়, বিদ্যুৎতের মিটার, কবরস্থানসহ ব্যবপক ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী আলা উদ্দিন।
২ নম্বর ওয়ার্ডের বাসিন্ধা মোঃ আলা উদ্দিন অভিযোগ করে বলেন, চরজুবিলী ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডে মহি উদ্দিন ডাক্তার বাড়ি থেকে ভূঁইয়া বাড়ী পযর্ন্ত প্রায় ২ কিলো মিটার কাঁচা সড়কের সংস্করন চলমান গত ২/৪ দিন ধরে উক্ত সড়কে ভেকু মেশিন দিয়ে কাজ করে যাচ্ছে পুরো জায়গায় জমিনের দু পাশে রাস্তা ভরাট করা হলো ও অত্যান্ত দুখের বিষয় হালিম। মেম্বার পূর্ব শত্রুতার জের ধরে আমার বাড়ির পাড়, গাছ পালা, কবরস্থান, বিদ্যুৎতের তার সহ মিটার উপড়ে পেলে এতে আমার প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এর আগেও হালিম মেম্বার আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে বিগত আওয়ামীলীগ সরকারের সে দোসর হয়ে আমারদের ওপর অনিয়ম নির্যাতন চালিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে মামলা বানিজ্যসহ নানা অভিযোগ রয়েছে। আমার ক্ষয়ক্ষতি করায় প্রতিবাদ করাতে আমাকে প্রকাশ্য হুমকি ধমকি দিয়ে যাচ্ছে আওয়ামী লীগের দোসর হালিম মেম্বার আমি সংশ্লিষ্ট প্রসাশনের কাছে বিচার চাই।
অভিযোগের বিষয়ে আব্দুল হালিম মেম্বারের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, নতুন রাস্তা তাই কাজের সময় যাইনি পরে ঘটনাস্থলে গিয়ে নিজেও অবাক হয়েছি। তার ক্ষয়ক্ষতির জন্য আমি দুঃখিত। এ কাজটি করেছে ড্রাইভার সেখানে আমার থাকাটা উচিত ছিলো।
(এস/এসপি/ডিসেম্বর ২৯, ২০২৫)
