প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
রাজবাড়ীতে দুইটি বিদেশী পিস্তলসহ আটক ৪
২০২৫ ডিসেম্বর ২৯ ১৮:২৩:৪১
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী পৌর এলাকা থেকে দুইটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি, নগদ অর্থ, মোবাইল ও প্রাইভেটকারসহ চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার বিকেলে প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল।
গ্রেফতারকৃতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকার মৃত ইউনুচ সরদারের ছেলে মো: ইমরান সরদার (২৮), একই এলাকার আ: রাজ্জাক শেখের ছেলে মো: সিয়াম শেখ (২২), শহরের উত্তর ভবানীপুর এলাকার খোকন শেখের ছেলে মো: জাহাঙ্গীর শেখ তারেক (৩০) ও মেছোঘাটা এলাকার মো: আমির শেখের ছেলে মো: ফিরোজ শেখ (৩০)।
পুলিশ জানায়, গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রাজবাড়ী পৌর শহরের সেগুনবাগিচা এলাকায় সন্দেহভাজ কালো রংয়ের টয়োটা ব্রান্ডের প্রাইভেটকার থেকে চার যুবককে আটক করা হলে তাদের কাছ থেকে ২ টি আমেরিকা ৭.৬৫ এম এম দুইটি পিস্তল, চার রাউন্ড গুলি, পাচটি মোবাইল, নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল জানান, আটক মো: জাহাঙ্গীর হোসেন তারেকের বিরুদ্ধে বিস্ফোরক, মাদক ও প্রতারণাসহ মোট ৯ টি মামলা, মো: সিয়াম ও ফিরোজের বিরুদ্ধে একাধিক মারামারি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
(একে/এসপি/ডিসেম্বর ২৯, ২০২৫)
