ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

নড়াইল- ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন মনিরুল ইসলাম 

২০২৫ ডিসেম্বর ২৯ ১৮:২৫:৪৮
নড়াইল- ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন মনিরুল ইসলাম 

রূপক মুখার্জি, নড়াইল : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল- ২ (নড়াইল সদর একাংশ ও লোহাগড়া) আসনে দলীয় মনোনয়ন পেয়েছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম তবে তার মনোনয়ন বাতিল করে আসনটিতে ড.ফরিদুজ্জামান ফরহাদকে মনোনয়ন দেয় দলটি। যার ফলে দলীয় মনোনয়ন না পেয়ে আলোচিত নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. মনিরুল ইসলাম।

আজ সোমবার বিকেলে মনোনয়ন দাখিলের শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম এর নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি।

প্রসঙ্গত, মো. মনিরুল ইসলামের মনোনয়ন পুনর্বহালের দাবিতে গত রবিবার (২৮ ডিসেম্বর) শহরের মালিবাগ মোড়ে মানববন্ধন এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নড়াইল শহরে মশাল মিছিল করে মনিরুল ইসলামের অনুসারীরা। এছাড়া তিন দিন ধরে নড়াইল জেলা শিল্পকলা অ্যাকাডেমির সামনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিএনপি নেতাকর্মীদের আমরণ অনশন কর্মসূচি পালিত হয়।

এদিকে সোমবার দুপুরে নড়াইল-১ আসনে বিএনপির দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন
জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর ও আলম, নড়াইল-২ আসনে ফরিদুজ্জামান ফরহাদ। এছাড়া জেলা জামায়াতের আমীর মাওলানা আতাউর রহমান বাচ্চু নড়াইল-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া
ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মাওলানা তাজুল ইসলাম মনোনয়পত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

(আরএম/এসপি/ডিসেম্বর ২৯, ২০২৫)