ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

চিকিৎসা অবহেলায় বীর প্রতীকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

২০২৫ ডিসেম্বর ২৯ ১৮:৫০:৩৭
চিকিৎসা অবহেলায় বীর প্রতীকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : মহান স্বাধীনতা যুদ্ধের বিজয়ের মাসে চিকিৎসা অবহেলায় বীর প্রতীক ও অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট রত্তন আলী শরীফের (৮২) মৃত্যুর ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠণ করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর বলেন, চিকিৎসা অবহেলার বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। যেকারণে এ ঘটনায় হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. মাহাবুবুর রহমানকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির সদস্যদের আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত শেষে প্রতিবেদন জনা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গঠিত তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর নিশ্চিতভাবে সঠিক কারণ যানা যাবে।

সূত্রমতে, এরপূর্বে শেবাচিম হাসপাতালের পঞ্চম তলার ৫০০৩ নাম্বার কেবিনে ভর্তি বীর প্রতীক রত্তন আলী শরীফ রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় মৃত্যুবরণ করেছেন। মৃতের সন্তানদের অভিযোগ মৃত্যুর কয়েক ঘন্টা আগ থেকে একাধিকবার কর্তব্যরত চিকিৎসককে ডাকতে গেলেও তারা কেবিনে গিয়ে চিকিৎসা দিতে রাজি হননি। যেকারণে চিকিৎসা অবহেলায় মৃত্যুবরণ করেছেন বীর প্রতীক রত্তন আলী শরীফ।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের বাসিন্দা বীর প্রতীক ও অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট রত্তন আলী শরীফের সন্তান তানজিলা আক্তার ইমু বলেন, গত কয়েকদিন ধরে বাবার ডায়াবেটিক ও প্রেসার নিয়ন্ত্রণহীন হয়ে যায়। এরপর শনিবার বিকেলে বাবাকে শেবাচিম হাসপাতালের ভর্তি করা হয়। ভর্তির পর কেবিনে এসে একজন শিক্ষানবিশ চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে যায়।

তিনি আরও বলেন, পরেরদিন রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে একজন চিকিৎসক সেবা দিয়ে যায়। দুপুরে বাবার অক্সিজেন লেভেল কমে যায়। পাশাপাশি ডায়াবেটিক বৃদ্ধি পাওয়ায় অচেতন হয়ে পরেন। তাৎক্ষনিক আমি কর্তব্যরত চিকিৎসকদের ডাকতে রুমে যাই। কিন্তু কর্তব্যরত চিকিৎসক কেবিনে আসতে অনিহা প্রকাশ করে বলেন-রোগীকে ওয়ার্ডে নিয়ে আসতে হবে, নয়তো প্রাইভেট ক্লিনিকে নিয়ে যেতে বলেন। এরপর বাবা আরও অসুস্থ হয়ে পরেন। তখন আবার কর্তব্যরত চিকিৎসককে ডাকতে গেলে আবারও দায়িত্বরত চিকিৎসক আসতে অনিহা প্রকাশ করেন। তারপর কেবিনে গিয়ে দেখতে পাই আমার বাবা মৃত্যুবরণ করেছেন।

মৃত বীর প্রতীকের ছেলে শহিদুল ইসলাম বলেন, আমার বাবা দেশের জন্য যুদ্ধ করেও বিনাচিকিৎসায় মারা গেছেন। আমার এ ঘটনায় সরকারের কাছে সুষ্ঠু বিচারের দাবি করছি।

অপরদিকে বীর প্রতীক রত্তন আলী শরীফের মৃত্যুর খবর পেয়ে রবিবার দিবাগত রাতে “ইউএনও বাবুগঞ্জ” নামের ফেসবুক আইডি থেকে একটি আবেগঘণ স্ট্যাটাস দিয়েছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার মানবিক নির্বাহী অফিসার আসমা উল হুসনা। মুহুর্তের মধ্যে তার সেই স্ট্যাটাস ভাইরাল হয়ে যায়।

(টিবি/এসপি/ডিসেম্বর ২৯, ২০২৫)