প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
বরিশাল- ১ আসনে চার প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
২০২৫ ডিসেম্বর ২৯ ১৮:৫২:৪৩
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশাল- ১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি-জামায়াত ও স্বতন্ত্রসহ চার প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ সোমবার বেলা এগারটা থেকে ও বিকেল সাড়ে তিনটা পর্যন্ত প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা এগারটার দিকে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন, দুপুর সাড়ে বারটার দিকে জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ কামরুল ইসলাম খান কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন। বিকেলে সাড়ে তিনটার দিকে জাতীয় পার্টি (জেপি) প্রার্থী ছেরনিয়াবাত সেকেন্দার আলী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিকেল চারটার দিকে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ ইব্রাহীম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে একইদিন দুপুর একটার দিকে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের হাতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান।
আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নি কর্মকর্তা লিখন বণিক জানিয়েছেন-স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বরিশাল-১ আসনে অন্য কোন প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার তথ্য জানা যায়নি।
(টিবি/এসপি/ডিসেম্বর ২৯, ২০২৫)
