প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থীসহ ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
২০২৫ ডিসেম্বর ২৯ ২১:৫৫:০৬
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীসহ ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে প্রার্থীরা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসকল মনোনয়নপত্র জমা দেন। সাতক্ষীরার চারটি আসনে জাতীয় পার্টির পাঁচ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সাতক্ষীরা-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির হাবিবুল ইসলাম হাবিব, জামায়াতের মো: ইজ্জত উল্লাহ,জাতীয় পার্টির জিয়াউর রহমান ও ইসলামি আন্দোলনের শেখ মো: রেজাউল করিম। এছাড়াও এ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো: ইয়ারুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে এস এম মুজিবর রহমান মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সাতক্ষীরা-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের মুহাম্মদ আব্দুল খালেক, বিএনপির মো: আব্দুর রউফ, জাতীয় পার্টির মো: আশরাফুজ্জামান ও মাতলুব হোসেন লিওন। এছাড়াও এলডিপি’র শফিকুল ইসলাম শাহেদ, ইসলামী আন্দোলনের মুফতি রবিউল ইসলাম, বাংলাদেশ জাসদের মো: ইদ্রিস আলী ও এবি পার্টির জিএম সালাউদ্দিন মনোনয়নপত্র দাখিল করেছেন।
সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের হাফেজ মুহা: রবিউল ইসলাম,বিএনপির কাজী আলাউদ্দীন ও জাতীয় পার্টির মো: আলীপ হোসেন। এছাড়া মাইনরিটি জনতা পার্টির রুবেল হোসেন, ইসলামী আন্দোলনের ওয়েজ কুরনী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে এম এ আসফউদ্দৌলা খান,আসলাম আল মেহেদী ও ডা: শহিদুল আলম (বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র ) মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অপরদিকে সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের গাজী নজরুল ইসলাম,বিএনপির মো: মনিরুজ্জামান ও জাতীয় পার্টির হুসেইন মো: মায়াজ,গণঅধিকার পরিষদের (জিওপি) এইচ এম গোলাম রেজা,ইসলামী আন্দোলনের মোস্তফা আল মামুন ও আব্দুল ওয়াহেদ (বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র ) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার মিজ আফরোজা আক্তার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
(আরকে/এএস/ডিসেম্বর ২৯, ২০২৫)
