ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ফরিদপুরে নির্বাচনী উত্তাপ, চার আসনে ৩৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

২০২৫ ডিসেম্বর ৩০ ১৪:১৫:০১
ফরিদপুরে নির্বাচনী উত্তাপ, চার আসনে ৩৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

দিলীপ চন্দ, ফরিদপুর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ কে ঘিরে ফরিদপুর জেলায় শুরু হয়েছে নির্বাচনী লড়াই। জেলার চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ জেলায় মোট ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করলেও নির্ধারিত সময়ের মধ্যে ৩৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। চারটি আসনেই স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি লক্ষ্য করা গেছে।

ফরিদপুর-০১ (সংসদীয় আসন নং–২১১)
এই আসনে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করলেও দাখিল করেছেন ১৫ জন। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও জাতীয় পার্টি থেকে একজন করে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় ঐক্যফ্রন্ট, বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টি ও বাংলাদেশ কংগ্রেস থেকে একজন করে প্রার্থী রয়েছেন। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন ৭ জন।

ফরিদপুর-০২ (সংসদীয় আসন নং–২১২)
এই আসনে ৮ জন মনোনয়নপত্র উত্তোলন করে ৭ জন দাখিল করেছেন। বিএনপি ও গণঅধিকার পরিষদ থেকে একজন করে প্রার্থী মনোনয়ন জমা দেন। এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামি আন্দোলন বাংলাদেশ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এবং বাংলাদেশ কংগ্রেস থেকে একজন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

ফরিদপুর-০৩ (সংসদীয় আসন নং–২১৩)
এই আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেন এবং সবাই মনোনয়ন দাখিল করেছেন। বিএনপি ও জামায়াতে ইসলামী থেকে একজন করে প্রার্থী রয়েছেন। অন্যদিকে ইসলামি আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল থেকে একজন করে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এ ছাড়া একজন স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন।

ফরিদপুর-০৪ (সংসদীয় আসন নং–২১৪)
এই আসনে ১২ জন মনোনয়নপত্র উত্তোলন করলেও দাখিল করেছেন ৮ জন। বিএনপি ও জাতীয় পার্টি থেকে একজন করে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামি আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে একজন করে প্রার্থী রয়েছেন। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন ৩ জন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় মাঠে নামবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

(ডিসি/এএস/ডিসেম্বর ৩০, ২০২৫)