ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

মুন্সীগঞ্জ- ১  

বিএনপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ'র মনোনয়ন দাখিল

২০২৫ ডিসেম্বর ৩০ ১৮:০৭:১৮
বিএনপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ'র মনোনয়ন দাখিল

শ্রীনগর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ- ১ (শ্রীনগর- সিরাজদিখান) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন শেখ মোঃ আব্দুল্লাহ। গতকাল সোমবার বিকালে মুন্সীগঞ্জ জেলায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়ন পত্রটি জমা দেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুলাল দাস, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।

এর আগে সকালে শ্রীনগর উপজেলার বাইপাসের বাগান বাড়িতে শেখ মোঃ আব্দুল্লাহ উপস্থিত হয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সভা করেন এবং বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্যও দোয়া চান।

উল্লেখ্য, শেখ মোঃ আব্দুল্লাহ মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।

(এআই/এসপি/ডিসেম্বর ৩০, ২০২৫)