ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া

২০২৫ ডিসেম্বর ৩০ ১৮:৩২:৪৩
ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া

হাবিবুর রহমান, ঝিনাইদহ : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঝিনাইদহে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের এইচএসএস সড়কে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে জড়ো হতে থাকে।

আজ মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির উদ্যাগে কার্যলেয়ের সামনে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল পালন করা হয়।

এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা,
সিনিয়র সহসভাপতি মো. আক্তারুজ্জামান, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, এনামুল কবির মুকুল, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকাল থেকে দলীয় কার্যালয় সামনে ভিড় করতে শুরু করেন নেতাকর্মীরা। পরে ধারণ শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম ও দোয়া করা হয়।

জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী। তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের স্বার্থরক্ষার আন্দোলনে নেতৃত্ব দিয়ে গেছেন। দেশের এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়াকে খুব প্রয়োজন ছিল।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, আমরা বিএনপির নেতাকর্মীসহ জেলার সর্বস্তরের মানুষ আজ আমাদের অমূল্য সম্পদ হারালাম। আমরা মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করি।

(এইচআর/এসপি/ডিসেম্বর ৩০, ২০২৫)