প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
মহম্মদপুরে আমেনা বেগমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া
২০২৫ ডিসেম্বর ৩০ ১৮:৪০:০২
মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা মোছাঃ আমেনা বেগম (৯৫) আর নেই। বার্ধক্যজনিত কারণে সোমবার (২৯ ডিসেম্বর) সকালে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে চার পুত্র, তিন কন্যা, নাতি-নাতনি ও অসংখ্য গুণীজন রেখে গেছেন তিনি।
সোমবার বিকাল সাড়ে ৪টায় ইন্দ্রপুর ঈদগাহ ময়দানে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়।পরবর্তীতে ইন্দ্রপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। আজ মঙ্গলবার বিকালে নহাটা দক্ষিণপাড়া মসজিদে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, মরহুমা আমেনা বেগম নহাটা গ্রামের বিশিষ্ট সমাজসেবক মোঃ আবু জাফর মোল্লা ও ব্যবসায়ী জাকির হোসেন (নিশান)-এর মা। এছাড়া তিনি বাংলাদেশ পুলিশের সিনিয়র অ্যাডিশনাল এসপি মোঃ রাকিব হাসান এবং বাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত মেজর ইয়াছির আরাফাতের দাদি ছিলেন। তার ইন্তেকালে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। শোকসন্তপ্ত পরিবার মরহুমার আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছেন।
(বিএস/এসপি/ডিসেম্বর ৩০, ২০২৫)
