ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত

‘খালেদা জিয়া জাতির কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন’

২০২৫ ডিসেম্বর ৩০ ১৮:৪৯:৩২
‘খালেদা জিয়া জাতির কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন’

স্টাফ রিপোর্টার : বেগম খালেদা জিয়া জাতির কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন বলে উল্লেখ্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক হারুনার রশিদ ভঁইয়া। আজ মঙ্গলবার গণমাধ্যমে দেয়া এক শোক বিবৃতিতে তিনি এই কথা বলেন।

তিনি ৮০’র দশকে বিএনপির দায়িত্ব পাওয়ার পর থেকে ৯০-র গণঅভ্যুত্থানের অন্যতম ভুমিকা রাখা নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

তিনি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা নিবেদন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন, অসংখ্য অনুসারী, সমর্থক ও শুভানুধ্যয়ীদের আন্তরিক সমবেদনা জানান।

বাসদ এর কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক হারুনার রশিদ ভঁইয়া বলেন, এরশাদ স্বৈরাচার বিরোধী আন্দোলন ও দেশের গণতান্ত্রিক সংগ্রামে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। লড়াকু ও দৃঢ় নেতৃত্বরে জন্য তিনি ভবিষ্যতেও মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হবেন।

(পিআর/এসপি/ডিসেম্বর ৩০, ২০২৫)