ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সালথায় হাড় কাঁপানো শীতে নাজেহাল জনজীবন

২০২৫ ডিসেম্বর ৩০ ১৮:৫১:২১
সালথায় হাড় কাঁপানো শীতে নাজেহাল জনজীবন

আবু নাসের হুসাইন, সালথা : ফরিদপুরের সালথায় হাড় কাঁপানো শীতে নাজেহাল জনজীবন। তিনদিন ধরে নেই সূর্যের দেখা। শীত ও কুয়াশার হিমেল হাওয়ায় জমে থাকা অতিরিক্ত আর্দ্রতা মানুষকে কাঁপিয়ে দিচ্ছে। এই তীব্র শীতে ভোগান্তিতে পড়ছেন স্থানীয় সকল শ্রেনী পেশার মানুষ।গত ৫ দিন আগে থেকে ১০ দিনের শীত ও ঠান্ডা পড়ার সম্ভাবনার বিষয়ে জানিয়েছিলো আবহাওয়া অফিস।

আজ মঙ্গলবার ফরিদপুর আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ।

এর আগে, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকালকের চেয়ে আজ তাপমাত্রা অনেক কম। তারও আগের দিন রোববার ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ধারাবাহিকভাবে তাপমাত্রা কমতে থাকায় শীতের তীব্রতা বেড়েই চলছে।

সালথা বাজার ব্যবসায়ী বিপুল সাহা বলেন, সকালে দোকান খুলতেই ঠান্ডায় হাত-পা জমে যাচ্ছে। সারাদিন একই অবস্থা থাকায় লোকজনও খুব একটা বের হয় না। এতে ব্যবসার উপর প্রভাব পড়ছে।

কৃষক আমজাদ হোসেন বলরন, বাড়ি থেকে বের হয়ে কৃষি কাজের জন্য মাঠে গেলেই মনে হয় বরফের বাতাস লাগছে গায়ে। আজ তিনদিন ধরে সুর্য্য ওঠে না। শীত বেশি পড়ায় কৃষি কাজেও ব্যাঘাত ঘটছে।

ভ্যান চালক মোকলেছুর রহমান বলেন, শীত বেশি পড়ায় রোডে যাত্রী নেই। কামাই কমে গেছে। লোকজন ঠান্ডায় বের হচ্ছে না। তারপরও মোটা কাপড় পরে ভ্যান নিয়ে বের হতে হয়েছে।

ফরিদপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, ফরিদপুরে মঙ্গলবার ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেকর্ড করা হয়েছে। গতকাল যেটি ছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

তিনি বলেন, উত্তর দিক থেকে আসা শীতল বাতাস এবং আকাশে মেঘ থাকার কারণে কুয়াশার ঘনত্ব বেড়েছে। এ কারণে টানা কয়েকদিন সূর্যের দেখা মিলছে না। আগামী এক থেকে দুইদিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তবে এরপর আকাশ আংশিক পরিষ্কার হলে দিনের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

(এএন/এসপি/ডিসেম্বর ৩০, ২০২৫)