ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ড. ফরিদুজ্জামান ফরহাদের শোক

২০২৫ ডিসেম্বর ৩০ ১৯:২০:৪৩
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ড. ফরিদুজ্জামান ফরহাদের শোক

রূপক মুখার্জি, নড়াইল : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও নড়াইল- ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ।আজ মঙ্গলবার এক শোক বার্তায় এ কথা জানান তিনি।

শোক বার্তায় ড. ফরিদুজ্জামান বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার আপসহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, জাতির এই অপূরণীয় ক্ষতির মুহূর্তে আমি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। সেই সঙ্গে শোক সন্তপ্ত পরিবারবর্গ ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দেশবাসীকে মরহুমার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তাঁর জন্য দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি।

আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া।

(আরএম/এসপি/ডিসেম্বর ৩০, ২০২৫)