প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
নগরকান্দায় রাষ্ট্রীয় শোক পালনে অনিয়মের অভিযোগ
শ্রীরাঙ্গাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়নি
২০২৫ ডিসেম্বর ৩১ ১৭:৩৯:২৮
নগরকান্দা প্রতিনিধি : রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে সারাদেশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা থাকলেও ফরিদপুরের নগরকান্দা উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তা মানা হয়নি বলে অভিযোগ উঠেছে।
সারেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ৩৭ নং শ্রীরাঙ্গাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাষ্ট্রীয় শোক দিবসে সকাল ১১.৪৫ মিনিটে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়নি। স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত সময়ে বিদ্যালয়ের মূল ফটকে জাতীয় পতাকা পূর্ণ উচ্চতায় উত্তোলিত অবস্থায় দেখা যায়, যা রাষ্ট্রীয় শোক পালনের সরকারি নির্দেশনার পরিপন্থী।
এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলেন, রাষ্ট্রীয় শোক একটি গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়, যেখানে সরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব আরও বেশি। এ ধরনের অবহেলা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।
এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কাউকে পাওয়া যায়নি। তবে উপজেলা শিক্ষা অফিসার রওনক আরা বেগমের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।
সচেতন মহল দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
(পিবি/এসপি/ডিসেম্বর ৩১, ২০২৫)
