ঢাকা, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নারী পথচারী নিহত

২০২৫ ডিসেম্বর ৩১ ১৮:২১:৩৯
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নারী পথচারী নিহত

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর জেলা সদরে ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় জয়গুন বিবি (৭০) এক নারী পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে কৃষ্ণনগর ইউনিয়ন এর মল্লিকপুরের লিমন মল্লিকের মুদি দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান উত্তরাধিকার ৭১ নিউজকে সড়ক দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন।

করিমপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা অনুমান ৬ টা ২০ মিনিটের দিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কৃষ্ণনগর ইউনিয়নের মল্লিকপুর সাকিনস্হ লিমন মল্লিক এর মুদি দোকানের সামনে ঢাকা-খুলনা-মাগুরা মহাসড়কের উপর মাগুরাগামী একটি ইয়ামাহা এফজেড কালো-সবুজ রংয়ের মোটরসাইকেল জয়গুন বিবি (৭০) স্বামী মৃত জলিল শেখ সাং মল্লিকপুর থানা-কোতয়ালী, জেলা- ফরিদপুর নামক পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিমি গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয় জনগণ হাইওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনদের সহায়তায় সড়ক দুর্ঘটনায় আহত বয়স্ক মহিলাকে উদ্ধার পূর্বক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে আহত বয়স্ক নারী চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

এ দুর্ঘনায় কয়েক মিনিটের পর থেকে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও নিশ্চিত করেছেন স্থানীয় হাইওয়ে থানার ওসি আমিনুর।

(ওএস/এসপি/ডিসেম্বর ৩১, ২০২৫)