প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
নড়াইলে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
২০২৫ ডিসেম্বর ৩১ ১৮:২৭:২৩
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইল শহরের কুড়িডোব মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার জেলা বিএনপির আয়োজনে এই জানাজা সম্পন্ন অনুষ্ঠিত হয়। জানাজায় নড়াইল জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।
নামাজ শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে দেন নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন শিকদার প্রমুখ।
এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র রক্ষায় তার অবদানের কথা স্মরণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাডিশনাল পিপি তারিকুজ্জামান লিটু, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। নামাজ শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
অপরদিকে, লোহাগড়া উপজেলায় বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গায়েবানা জানাজায় বিএনপির দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
(আরএম/এসপি/ডিসেম্বর ৩১, ২০২৫)
