ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মহম্মদপুরে দোয়া অনুষ্ঠান সম্পন্ন  

২০২৬ জানুয়ারি ০১ ১৫:১৫:০৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মহম্মদপুরে দোয়া অনুষ্ঠান সম্পন্ন  

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়ারপারসন,সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মাগুরা মহম্মদপুরে নহাটা ইউনিয়নের পানিঘাটাতে বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে স্থানীয় বিএনপির উদ্যোগে উপজেলার পানিঘাটা দক্ষিণ ঈদগাহ ময়দানে এ দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয় এবং দেশের কল্যাণ ও শান্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ মনিরুল ইসলাম।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নহাটা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও প্রাক্তন চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামান, বিএনপি নেতা মোঃ আক্কাচ শেখ,ইউপি সদস্য, সৈয়দ ফরহাদ আলী, যুবদল নেতা শেখ শাহানুর আলমসহ ইউনিয়ন বিএনপি, অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসী।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি বড় শক্তি।তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে জাতি এক অভিভাবকশূন্য হলো বলে উল্লেখ করেন তাঁরা।

দোয়া মাহফিলে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

(বিএসআর/এএস/জানুয়ারি ০১, ২০২৬)