প্রচ্ছদ » মিডিয়া » বিস্তারিত
বাউফলে বসত ঘরে আগুন দেয়ার খবর ফেসবুকে শেয়ার করায় সাংবাদিককে হত্যার হুমকি
২০২৬ জানুয়ারি ০১ ১৭:৪৩:৪১
বিশেষ প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়া বাঘা গ্রামে মরহুম আঃ মন্নান খলিফার পুত্র মৃত হানিফ খলিফার বসত ঘরে আগুন দেয়ার ঘটনায় সংবাদ প্রকাশ হওয়ায় তা দৈনিক বাংলা ৭১ পত্রিকার স্টাফ রিপোর্টার ও ঢাকা মিরপুর প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমানের আইডিতে মোঃ নিজাম খলিফার ছেলেরা বা তাদের অনুসারী সন্ত্রাসীরা ফেক আইডি ব্যবহার করে সাংবাদিককে জবাই করে হত্যা করা সহ বিভিন্ন ধরনের মানহানিকর বাজে মন্তব্য করে কমেন্ট করে বলে এ প্রতিবেদককে সাংবাদিক মোঃ ছিদ্দিকুর রহমান জানান।
তিনি এ প্রতিবেদককে আরও জানান, বসত ঘরে আগুন দেয়ার ঘটনায় নিজাম খলিফা ও তার ৩ ছেলে সহ তাদের অনুসারী সন্ত্রাসীরা জড়িত রয়েছে বলে মন্তব্য করে সাংবাদিক জুয়েল খন্দকার দীপুর সাথে মৃত হানিফ খলিফার মেঝ ভাই এর স্ত্রী মোসাঃ রুনু বেগম। সাংবাদিক জুয়েল খন্দকার দিপু স্থানীয় প্রতিনিধি ও এলাকার লোকজনের ঘঠনার বিবরন রেকর্ড করে। রুনু বেগম আরও জানায় এই সন্ত্রাসীরা তার স্বামী ও দেবর, ভাসুরের প্রায় কয়েক একর জমিতে ধানের ফসলি জমি চাষাবাদ করতে দেয় নাই আদালতের আদেশ অমান্য করে কারন ঐ জমিতে বিজ্ঞ আদালতের চিরস্থায়ী নিষেধাজ্ঞার হয়েছে নিজাম খলিফা গং।
মৃত হানিফ খলিফার বড় ভাই মরহুম অ্যাডভোকেট আলহাজ্ব আনিসুর রহমান (কিসলু) এর স্ত্রী এডভোকেট নাহিদা আক্তার মুক্তা জানায় জমি চাষাবাদ করার জন্য বাউফল থানায় সাধারণ ডায়েরি করার পরে উভয়পক্ষকে থানায় ডেকে অফিসার ইনচার্জ এবং পৌর বিএনপির সভাপতি মোঃ কবির হোসেন উভয় পক্ষকে আপস মীমাংসার কথা বলে কাগজপত্র নিয়ে বসে কিন্তু নিজাম খলিফা বারবার বসার তারিখ দিয়েও না বসে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জমি চাষাবাদ করতে দেয়নি যা বিজ্ঞ আদালতের আদেশকে অমান্য করেছে নিজাম খলিফা ও তার সহযোগীরা।
এ প্রতিবেদককে সাংবাদিক ছিদ্দিকুর রহমান জানান, সে তদন্তকারী কর্মকর্তা এসআই মশিউর রহমানের নিকট আগুনের ঘটনা জানতে পারেন। তার মোবাইল ফোনে ফোন করে। পুলিশ ঘটনাস্থলে থাকাকালিন সময় ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনা স্হলে উপস্থিত ছিলো। সাংবাদিকদের কাজই হলো যেকোনো ঘটনার অনুসন্ধান করে সত্য প্রকাশ করা নিউজের মাধ্যমে।
সত্য প্রকাশ করায় নিজাম খলিফা ও তার সন্ত্রাসী বাহিনী সাংবাদিকদের জবাই করে হত্যা করার হুমকি সহ মান হানিকর মন্তব্য করতে পারেন না যা সম্পূর্ণ আইন বহির্ভূত। এমত অবস্থায় সিদ্দিকুর রহমান বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট তার নিরাপত্তা ও বাউফল উপজেলা বিএনপির নেতৃবৃন্দের নিকট অনুরোধ রাখেন বিএনপি'র নাম ভাঙ্গিয়ে যাতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে তার জন্য নিজাম খলিফা ও তার ছেলেদের ইউনিয়ন বিএনপিতে যদি কোন পোস্ট পদবী থাকে তা থেকে অব্যাহতি প্রদান করা অনুরোধ জানায় না হয় ভাবমূর্তী ক্ষুন্ন হবে দলের।
ছিদ্দিকুর রহমান এ প্রতিবাদকে আরও জানান, নিজাম খলিফা এবং মরহুম এ্যাডভোকেট আনিসুর রহমান (কিসলু) খলিফা ও তাদের সহযোগীরা উভয়ের কাগজপত্র নিয়ে বসে আপস মীমাংসায় উপনীত না হন তবে তৃতীয় পক্ষ যদি কোন ফায়দা লুটে নিলে উভয় পক্ষ ক্ষতিগ্রস্ত হবেন। কাজেই নিজাম খলিফার উচিত হবে তার ছেলেদের এখনই লাগাম টেনে ধরা।
(ওএস/এসপি/জানুয়ারি ০১, ২০২৬)
