ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সোনারগাঁয়ে অবৈধভাবে মাটি কাটায় এক লক্ষ টাকা জরিমানা

২০২৬ জানুয়ারি ০১ ১৮:৪৬:৩২
সোনারগাঁয়ে অবৈধভাবে মাটি কাটায় এক লক্ষ টাকা জরিমানা

নির্মল কুমার সাহা, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ও সনমান্দী ইউনিয়নের মধ্যবর্তী স্থানে অবস্থিত অলিপুরা ব্রিজের নিচের অংশের জায়গা দখলের অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা করেন সোনারগাঁ সহকারী কমিশনার ভূমি সার্কেল কাঁচপুর তাহমিনা আক্তার।

আজ বৃহস্পতিবার সকালে সোনারগাঁ সহকারী কমিশনার ভূমি সার্কেল কাঁচপুর তাহমিনা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত) ও ২০১১৯ আইনে দোষী সাব্যস্ত করে মাটি কাটা অপরাধের সাথে জড়িত থাকায় গিয়াস উদ্দিন এর ছেলে আনিসুর রহমান রবিনকে ৫০ হাজার ও পরিবেশ সুরক্ষা আইনে আরও ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় তাকে হাতকড়া পরানো হয়। পরে জরিমানা পরিশোধের পর ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়িত না থাকার অঙ্গীকারে ছেড়ে দেওয়া হয়।

জানা যায়, বিগত সাত দিন যাবত ওলিপুরা ব্রিজের নিচে সরকারি জায়গার মাটি কেটে ইটের ভাটায় ব্যবহার করে জায়গা দখলের পায় তারা চালিয়ে যাচ্ছে। স্থানীয় সাংবাদিকদের পত্র-পত্রিকায় লেখালেখির কারণে প্রশাসনের নজরে আসে, ফলে মাটি কাটা বন্ধের নির্দেশ দেন উপজেলা প্রশাসন। প্রশাসনকে তোয়াক্কা না করে মাটি কাটায় গ্রামবাসীর উপস্থিতিতে ইট ভাটার মালিক গিয়াস উদ্দিনের ছেলে আনিসুর রহমান রবিনকে নগদ এক লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে সাত বছরের কারাদণ্ড প্রদান করেন সোনারগাঁ ভ্রাম্যমান আদালত।

(এনকেএস/এসপি/জানুয়ারি ০১, ২০২৬)