ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে রক্ষা পেল স্কুলের জায়গা 

২০২৬ জানুয়ারি ০২ ১৮:৫৬:১৭
উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে রক্ষা পেল স্কুলের জায়গা 

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালী রজনীকান্ত সরকারি মডেল স্কুলের সীমানার মধ্যে অবৈধভাবে দখল করে দোকান ঘর নির্মাণে বাধা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেজবাহ উদ্দিন।

আজ শুক্রবার সকালের দিকে রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল স্কুলের দক্ষিণে প্রধান ফটকের পাশে দোকানঘর নির্মাণ কাজে বাধা দেন।

স্থানীয় সুত্রে জানা যায়, গত কয়েকদিন যাবত স্কুলের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ তার ভাগ্নী জামাই তপু বিশ্বাসকে দিয়ে স্কুলের সীমানা প্রাচীরের ভিতরে অবৈধভাবে দোকানঘর নির্মানের কাজ করছিলো।

এ বিষয়ে রজনীকান্ত সরকারি মডেল স্কুলের প্রধান শিক্ষক আয়ুব আলী বলেন, আমি একাধিক বার সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ কে দোকানঘর নির্মান করতে নিষেধ করছি।তবে স্কুল বন্ধ থাকায় আমার অজান্তে সে তার জামাই কে দিয়ে দোকানঘর নির্মানের কাজ করছিলো।

কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেজবাহ উদ্দিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল স্কুলে গিয়ে অবৈধভাবে দোকানঘর নির্মানের সত্যতা পেয়েছি। অবৈধ দখলদারদের আগামী কাল শনিবার সকাল ১০ টা অব্দি সময় দেওয়া হয়েছে, অবৈধভাবে নির্মিত অংশসহ সকল প্রকার নির্মান সামগ্রী নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার।

তিনি আরও বলেন, আগামী কাল সকাল ১০ টার ভেতর নির্মান সামগ্রী সড়িয়ে নেওয়া না হলে সরকারি স্কুলের ব্যবহার্য ভূমিতে অবৈধ দখল, কাঠামো নির্মাণ, ক্ষতিসাধন এবং সরকারি আদেশ অমান্য করার জন্য অভিযুক্তসহ এ কাজের সঙ্গে জড়িত অন্যান্য সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(একে/এসপি/জানুয়ারি ০২, ২০২৬)