ঢাকা, সোমবার, ৫ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত

ঠিক আছে 

২০২৬ জানুয়ারি ০৩ ০০:৩২:২৩
ঠিক আছে 










সুকুমার বড়ুয়া

অসময়ে মেহমান
ঘরে ঢুকে বসে যান
বোঝালাম ঝামেলার
যতগুলো দিক আছে
তিনি হেসে বললেন
ঠিক আছে ঠিক আছে ।
রেশনের পচা চাল
টলটলে বাসি ডাল
থালাটাও ভাঙা-চোরা
বাটিটাও লিক আছে
খেতে বসে জানালেন
ঠিক আছে ঠিক আছে ।
মেঘ দেখে মেহমান
চাইলেন ছাতাখান
দেখালাম ছাতাটার
শুধু কটা শিক আছে
তবু তিনি বললেন
ঠিক আছে ঠিক আছে ।