ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

প্রচ্ছদ » দেশের বাইরে » বিস্তারিত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো স্ত্রীসহ আটক

২০২৬ জানুয়ারি ০৩ ১৬:৩৪:৩১
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো স্ত্রীসহ আটক

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে। একইসঙ্গে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে ‘আটক’ করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (স্থানীয় সময়) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে এ দাবি করেন তিনি।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে ‘লার্জ স্কেল স্ট্রাইক’ বা ব্যাপক হামলা চালিয়েছে। অভিযানের সময় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে সরিয়ে নেওয়া হয়েছে।

ট্রুথ সোশ্যালে দেওয়া বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলার বিরুদ্ধে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে, তার স্ত্রীর সঙ্গে গ্রেপ্তার করে দেশটির বাইরে নিয়ে আসা হয়েছে। এই অভিযান যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিচালনা করা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এ বিষয়ে স্থানীয় সময় বেলা ১১টায় ফ্লোরিডার মার-আ-লাগোতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও জানান ট্রাম্প। বিবৃতির শেষে তিনি বলেন, ‘এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ।’

এখন পর্যন্ত ভেনেজুয়েলা সরকার বা দেশটির কোনো সরকারি সূত্র থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

(ওএস/এএস/জানুয়ারি ০৩, ২০২৬)